ক্ষুধা ভারী অসহায় করে
জঠর জ্বালায় দিশাহীন, বেঁচে থাকার তাগিদে
ফুটপাত কিংবা পথের পাশে
টুকটাক পসরা সাজানো চায়ের দোকান
কারো কারো পথের উপর ভাসমান আবাস
উৎপাত-মাসোহারা দিয়েই চলে সব
নিবন্ধনধারী সরকারী চাঁদাবাজ
কিংবা স্থানিক নেতা-মাস্তান বলে কথা
ওদের মনের ক্ষুধা
অসহায়ের পেটের ক্ষুধা হতে বেশি !
স্ট্রীট হকার, ভাসমান ফুটপাতবাসী
জীবন চলে যায় কোনমতে
ক্ষুন্নিবৃত্তি, বেঁচে থাকার সংগ্রামে
উপায়হীনের প্রতিবন্ধকতা
বাধ্য হওয়া বৃত্তি ও কর্ম
মানুষ-তো ! জীবন-জীবিকার অবলম্বন
প্রতিবন্ধকতায় আমরা কী খুব বেশি বিড়ম্বনার !
আর দায়হীন সকলে !!
ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৬/০২/২০১৬