অভিশাপে অভিশাপে …
বন্ধ্যাত্ব করেছে গ্রাস
কেবলই ভাবনাহীন শূন্যতা
কবিতারা হারিয়ে গেছে
শব্দ ও ছন্দেরা যাযাবর, বন্য
সময়ের টানে টানে
দিশেহারা ছোটে।
চিন্তার জগতে
জমিদারিত্বের দখলিস্বত্ব
মগজের কোষে কোষে
ঔপনিবেশিক বসত।
অবারিত আকাশের উদারতা নেই
খণ্ডিত-বিখণ্ডিত প্রজন্মে
উড়ন্ত বলাকা নেই
স্বাধীনতা, সত্তারা খাঁচায় খাঁচায় বন্দী।
বন্ধ্যাত্ব করেছে ভর
বন্ধ্যাত্বে নেই বর
স্থবিরতার অক্টোপাস পেশীতে
জাপটে ধরেছে সময় !!!
ফিরোজ, মগবাজার, ১৮/০১/২০২১