এখন বুঝি ভেঙে গেছে দিন ও সময়
শ্রেণীবোধও বিভাজিত
দ্বিখণ্ডিত ভাঙা আয়নার মতো
দুই খণ্ডে দুই ভিন্ন মুখায়ব
অথচ আয়নাটি
একদা একক অখণ্ডিত ছিল
একই চেহারায় জেগে উঠতো স্বপ্নেরা
ঘৃণা জড়ানো সংকীর্ণতার দ্বৈরথে
আয়নাটি আর জোড়া লাগেনা
নাগরিকেরাও এখন শ্রেণী সচেতন
কেউ কেউ প্রথম শ্রেণীর
এবং বাকী সব দ্বিতীয়, তৃতীয় … !!!
ফিরোজ, দিলকুশা, ২২/০২/২০১৮