একটি জিজ্ঞাসার স্বর
ইথারে ছুড়ে দিলাম
সময়ের দেয়ালে ধ্বনিত-প্রতিধ্বনিত বারংবার
ইতিহাস কি কেবল
বিজয়ীর গর্বিত পকেটে ?
অথচ মিনমিনে কণ্ঠস্বর কিছু যেন বলতে চায়
দুর্বলের ঘরে লুকিয়ে আছে কোন কোন গল্প
কালের ছাঁকনিতে চোখ খোলে দিগন্ত
ওড়া-উড়ি পাখিগুলি বসে এসে নীড়ে
বইয়ে তালা, চোখে তালা
চাবি থাকে লকারে
চিন্তাঘরের তালার চাবি চিন্তকের মননে ।
কল্পনায় পলাশ-শিমুল নয়
ঘটনার গুদাম হোক স্বচ্ছ
যুগপর্ব সত্য-নির্মোহ ইতিহাস চায় ।
ফিরোজ, দিলকুশা, ১৩/০৩/২০১৮