ষোড়শী বিহঙ্গ ওড়ে দিগন্ত সুনীল
সচকিত পদপ্রাতে গোধূলির লাল
বেলা বয় মগ্নতায় বুক ভরা তৃষা
অবুঝ বিভোর মেয়ে নেই যেন দিশা ।
সহসা বোশেখী বায় কালো মেঘ ডাকে
ঘরে চল আগে আগে মেঠোমুখ হাঁকে
গুড় গুড় মেঘে ডাক নাচে যে আঁচল
নীরবে নয়নে মায়া ঝরে অবিরল ।
খেপা ঝড় বাদলের ধারা ঝরঝর
ঝমঝম বারিপাত ক্রমে গাঢ়তর
ষোড়শী দাঁড়ায়ে ঠায় পিতাকে না দেখে
মা-হারানো মেয়েটির কথা নেই মুখে ।
ভেজা চোখ ভীত মুখ উতলা অধীর
ষোড়শীর কাঁপে বুক বরষা বধির ।
ফিরোজ, মগবাজার, ৩১/০১/২০২০