সম্মুখে দাঁড়িয়ে সে-কে
মেলে দেখি চোখ
উজ্জ্বল অনিন্দ্য মুখ
ভালো লাগে তাকে ।
দেখিনি হিমালয়ের
হিম সাদা মেঘ
আমার নিকুঞ্জ পাশে
শীতের শিশির ।
পায়ে পায়ে বনলতা
রূপালী ঘুঙুর
ঝরে পড়ে সোনা রোদ
হৃদয়ের পাতা ।
বনোবীথি ঝরা ফুল
রাখালিয়া গান
আবেশী রূপের ছায়া
নদীর দুকূল ।
তীর কূল ছলোছল
ভরা নদী খাল
পুলিন স্পর্শন সুখ
বরোষার জল ।
কাছে থাকা হে আমার
প্রিয় সরোবর
নায়াগ্রা প্রপাত মন
তোমাতে আমার ।
স্রষ্টা যা-কিছু দয়ায়
করেছে আপন
রেখেছি নিবিড় করে
গভীর মায়ায় ।
ফিরোজ, দিলকুশা, ০৭/০২/২০১৮