উত্তাল ঢেউয়ে ঢেউয়ে স্বপ্নগুলো ভাসে
কখনো নোঙ্গর ফেলেনি কোন বন্দরে
“দ্যা ফ্লাইং ডাচম্যান” জীবনের সঙ্গী
মহাসমুদ্রে নাবিক, সমুদ্রতটে নাবিকের মন ।
সেই প্রথম ঘনিষ্ঠতায় বেশ সরল ছিলে
কোথাও খাদ ছিল না, কিংবা বাঁকে বাঁকে প্যাঁচ ছিল না
কী অনাবিল প্রশান্তি ! মন স্থিত ছিল ঘরে
প্রতিনিয়ত ঝরনার সরোবরে ভিজে যেত মন
পনেরটি বছর ক্রমাগত কেটে গেল ঘোরে
সেগুন কাঠের আলমারির একশোটি তাকে
সাজানো আছে সেইসব সুখস্মৃতি ।
আজকাল তুমি বড় বেশি অধিকার সচেতন
হিসাবের খাতায় শুধু পাওনা লিখে রাখো
দেনার কোন খাত নেই, সরলতা নেই
প্যাঁচে প্যাঁচে শুধু পাওনা আদায়ের ফন্দি
মন পোড়ে, মন কাঁদে
এ অন্তর ছুটি চায়
ইদানীং মহাসমুদ্রে নাবিক
“দ্যা ফ্লাইং ডাচম্যান” বারবার উঁকি দেয় - মিলিয়ে যায়
সমুদ্রতটে পড়ে থাকে নাবিকের মন ।
ফিরোজ, দিলকুশা, ১৫/০৯/২০১৯