সময়ের ফোঁড়ানো ছিদ্রে
কেনো যেন কিছু ছবি ফিকে হয়ে যায় !
বহু অতীতের কিছু দৃশ্য আবার
সদ্যজাত তরতাজা জীবন্ত মনে হয় ...
সেসব দৃশ্যের ক্রমাগত স্পর্শে
প্রচণ্ড উদ্দীপিত মস্তিষ্কের নিউরন সেলগুলো,
স্নায়ুকোষের বৈদ্যুতিক সংকেতে
তুঙ্গে ওঠে অনুভূতির পারদ !
কিছু কিছু স্মৃতি বড্ড বেশি আপন
মিশে থাকে আপন সত্তার গভীরে
সুপ্ত হয়ে জমা থাকে মগজের মেমরি স্পেসে
চাইলেও ছুড়ে ফেলা যায় না
অতি আপন কোন পাত্র বা পাত্রী
হঠাৎ যদি চিরতরে হারিয়ে যায়
সেসব স্মৃতির পালকগুলো শুধুই বেদনায় প্লাবিত হয়
ঢেউ হয়ে কেবলই আছাড় মারে
হু... হু... ক্রন্দনে
বুকের মধ্যখানে অসহ্য ব্যথা ... !
ফিরোজ, দিলকুশা, ১৪/০৬/২০২০