সময় যদি বলতো হেসে
থাকবে কিছু থেমে
সময়টাকে নিয়ে যেতাম
স্বপ্ন যেথায় নামে ।
সময় যদি ইচ্ছা করতো
পিছন ফিরে যাবে
সেই সোনালী দিনগুলিকে
ফের ফিরিয়ে দিবে ।
হায় রে সময় কেবল তুমি
সম্মুখ পানে ধাও
লাগামটাকে না যায় ধরা
নাইবা ফিরে চাও ।
সময় আসে সময় যাবে
দুঃখ কেনো পাও
সময়জ্ঞানে সময় তুমি
আপন করে নাও ।
ফিরোজ, মগবাজার, জুলাই-২০১৮