লোভের আতিশয্যে সেই কবে
নীতিবোধ-ধর্মকে শহিদ করে সমাধিস্থ করেছি
মনে নেই
হয়তোবা কোন এক সকালে কিংবা বিকেলে
অথবা কোন এক রাত্রিতে
কিংবা অন্য কোন এক দিনে
অপরিণত ভাবনার ফসল
এক ঝুলি ভরা স্বপ্ন নিয়ে পালাতে গিয়ে
স্মৃতিভ্রষ্ট হলাম
ভুলে গেলাম
সুখময় একটি ছবির স্মৃতি -
উদার আকাশ পানে
মজলুম দুই হাত তুলে দোয়া করছেন
বাবা তুমি অনেক বড় হও
ফুসফুস ভরে গেলো
স্বস্তির নিঃশ্বাসে
বিবেক সমাধিস্থ করেছি
অপূর্ব এক গারদ আঁটা মাটির ঘরে
কিংবা গভীর কোন সমুদ্রের অতলে
তবুও ওরা ফিরে আসে, খুঁজে পায় আমায়
নিঃসঙ্গ একাকীত্বে
আর ভয়ে কাঁপতে কাঁপতে
পালঙ্কের তলে লুকিয়ে থাকে …
ফিরোজ, মগবাজার, ১৭/০৩/২০২১