ছোট্ট পাখি সবুজ বরণ
শিমুল ডালে দেখা,
সঙ্গী ছাড়া কেমন করে
থাকছো তুমি একা?
ছোট্ট কালো চোখের ভিতর
অনেক অনেক ছবি,
তরুরাজের ছায়ায় বসে
ধ্যানে আছেন কবি৷
এদিক ওদিক চপল পলক
গলে সুরের বাহার,
কোন কাননে থাকো তুমি?
কি-বা করো আহার?
একটুখানি বাঁকা ঘাড়ে
রূপের নেইকো শেষ,
সরু ঠোঁটের মাথায় যেনো
শিমুল ফুলের রেশ৷
সবুজ বরণ পেখম তোমার
সবুজ বরণ কায়,
কে যেনো আজ তোমার সনে
বন্ধু হতে চায়৷
ফিরোজ, মগবাজার, ২৬/০৪/২০২২, রাত ১০.৪০