ইসরাইলি স্নাইপারের কুৎসিত আওয়াজ
প্রাণপাখি উড়ে গেল ফিলিস্তিনি সেবিকার
সে একজন নারী - রাজান আল-নাজার
মানবতা ভূপাতিত, রক্তাক্ত জমিন
লাশ কাঁধে আর্তনাদ হাহাকারের মিছিল
পৃথিবীর বুক যেন পাষাণ নিঃস্পৃহ
চলতে থাকে লড়াই ক্রমাগত যুগ যুগ ধরে
একদিকে আগ্নেয় বারুদের নিষ্ঠুর আস্ফালন
অন্য হাতে প্রতিবাদী প্রাগৈতিহাসিক পাথর-অস্ত্র
অতীতের জুলুম উপলক্ষে
ভয়ানক কদর্য জুলুমের ইতিহাস সৃষ্টি
তবুও পৃথিবী লজ্জিত নয় !
পৃথিবী কী অনাগত ফিলিস্তিনি শিশুর অপেক্ষায় !
ভীষণ ভীষণ ক্রোধ নিয়ে যে একদিন
নতুন কোন ক্ষুধিত মারণাস্ত্র হাতে
জালিমের বুকটাকে করে দেবে এফোঁড়-ওফোঁড় ।
ফিরোজ, দিলকুশা, ০৭/০৬/২০১৮