তোমার আনত মুখ রয়েছে ধেয়ানে
দূরে গিয়ে আজ তাই পড়ে শুধু মনে
হাসিতে-বিবাদে ছিল সুখ ঝরা দিন
হৃদয়ে এখনো যেনো বাজে তার বীণ ।
মনোহর স্মৃতিরাঙা হয়নি ধূসর
রয়ে গেছে সেদিনের বাসনা সুদূর
প্রবহে ভাসলো ভেলা উজানে সাঁতার
ফেলে আসা দিনগুলি ছলনা অপার ।
বিভাসিত বরণীয় প্রীতিময় স্মৃতি
মনমাঝে সেই সুর হয়ে ওঠে গীতি
এ বেলায় আয়োজনে সে বেলার কথা
চেতনে বাঁধে-যে ঘর স্মৃতি থাকে সেথা ।
বারবার ফিরে আসে বিরহ দহন
সম্মুখে সে ভেসে ওঠে মুদলে নয়ন ।
ফিরোজ, মগবাজার, ২৮/০১/২০২০