দেখতে দেখতে ওদের চলা পথ
নিজেই কখন একই পথে চলি
শুনতে শুনতে ওদের বলা কথা
নিজেই কখন ওদের কথা বলি ।

জটলা পাকলে শ্যাওলা জমে ঘরে
নিজের কায়ার অরূপ ছায়া পাশে
নিভৃতে আপন গরল ধুয়ে সাফ
ভোরের শিশির প্রাণের নম্র ঘাসে
ওদের কথাও নিজের বলে হাসে ।

ধুলির ধরায় কেবল স্বার্থ নয়
ওদের কথাও অন্তর নাড়া দেয়
ওদের পথও আপন পথে ধায়
চোখের মণিও ওদের দেখা পায় ।

ফিরোজ, মগবাজার, ২০/১০/২০১৮

[একটা experiment
(৯ + ৪)



৪ ]