অন্তরে তালা ছিল না কখনই
একান্ত নিজের মত পূর্ণ-বরণে
অবারিত ছিল দুয়ার
তুমি দেখলে দুয়ার বন্ধ
কড়া নেড়ে দেখলে না কভু
কিছু চাওয়ার, কিছু না পাওয়ার
একরাশ ব্যর্থতার অভিযোগ
কখন যে সীমানা আঁকলে
বুকের নদীতে উথাল-পাথাল ঢেউ
অতঃপর স্থির সবকিছু
নিদারুণ কষ্টগুলো জমা রাখি একপাশে
যাতে স্পর্শ না করে অন্তর
কারণ সব ব্যথা, সব পরাজয় শুধুই আমার ।
ফিরোজ, দিলকুশা, ০৪/০২/২০১৬