কী বলবে আর-
কত মান! কত ধন! কত গৌরব!
যে বোধে বুঁদ হয়ে রও, সেই বোধে বুঁদ করতে চাও
অথচ দাম্ভিক চালক এবং জনবহুল গাড়ি-
বিজেতা আর বিজিতের সম্বন্ধ
তোমার উদ্দীপনার যত আয়োজন
তা সব চায়ের কাপে মিশে থাকা চিনির জটিলতা
ব্যাধির জননীর মুখ হতে
ক্রমাগত ফসকে যায় ফেনায়িত কথার যন্ত্রণা
বাতাস-তরঙ্গে ঘটে যায় অসহ্য যন্ত্রণার সংক্রমণ
অব্যাহত অসুস্থতায় কর্কট রোগের ব্যাপকতা
কিই-বা করার আছে-
এখনই কাম্য ব্যাধির উৎসমূলের উচ্ছেদ
আমরা আপন চেহারা ও আপন অন্তর ফিরে পেতে চাই
কেউ কি আছে-
শল্যবিদ্যায় দক্ষ ও পারদর্শী?
ফিরোজ, মগবাজার, ২৬/১০/২০২১