ঘন অন্ধকারে ঢাকা
উজ্জ্বলতর ঝাড়বাতির ধারণক্ষেত্র,
বিদ্রোহী পোকামাকড়
ক্রমাগত আত্মাহুতি দেয়,
রসনা পূজায়
আঁধারের টিকটিকির উদর পূর্তি,
অসহায় মুখ, অসহায় হাত
অসহায় পদযুগল,
সভ্যতার চোরাগোপ্তা হামলায়
মানবতার আর্তনাদ, নিঃশব্দ হাহাকার
ভয়ানক কেঁপে ওঠে বিশ্বজগৎ … !
ফিরোজ, দিলকুশা, ০৮/০৯/২০২০