উর্দির মুখ হতে আজ শুনলাম-
উগ্রতার শপথ বাক্য
শিউরে উঠলাম, আতঙ্কে কম্পিত অন্তর
শোনা যায় না-
সব শপথের পাঠ
শত শত ভিকটিমের স্বজনেরা যদি
অনুরূপ শপথ পাঠে গর্জে ওঠে!
সামনের দিনগুলো ভয়ঙ্কর
না জানি অপেক্ষা করে আছে কি …!
ফিরোজ, মগবাজার, ৩০/১০/২০২৩