স্বপ্নের ক্যানভাসে আঁকা হলো
অনেক প্রত্যাশিত অপরূপ রঙিন চিত্রকলা
স্বপ্নের ঘোরে দ্বিধাহীন স্বদেশ
নির্বিকার মাড়িয়ে গেল
এক রক্তলাল বিক্ষুব্ধ সময় ৷
একে একে পেরিয়ে গেল দিন বহুদিন
রাজা গেল রাজা এলো
অল্প অল্প জমা হলো অনেক ঋণ
রাজনৈতিক ব্যাভিচারে জন্ম নিল অনেক কীট
এখনো কালসাপের দংশনে ক্ষতবিক্ষত স্বদেশ
আকাশে অজস্র শকুনের আনাগোনা
স্বদেশী বিভীষণে ভরে আছে মাটি ৷
আজো স্বপ্নের শিথানে শোনা যায়
মজলুমের রোনাজারি
বুভুক্ষ, নির্যাতিত, শৃঙ্খলিত কণ্ঠের আর্তনাদ
এমন সময় চায়নিতো কেউ
স্বদেশ মাতৃকার বুকে
তবুও চেপে আছে পাষাণ পাথর ৷
তবে কি স্বপ্নভঙ্গের বেদনায়
জ্বলে উঠবে আবার দ্রোহের দাবানল !!
ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১২/১০/২০১৬