স্বপ্নের ঘর আজ নীল কারাগার
নীল বিষে ঘিরে ধরে, কষ্ট অপার !
ফোড়ন কাটো বেশি হে !
আদর্শের সৈনিক উদ্ধত হিমালয়
সাতই মার্চ দুই হাজার আঠারো, নিশপিশ আঙুল
মা, ভগিনী, কন্যা, জায়া
বাছ-বিচার মানেনা
নীতিবোধের বরফখণ্ড সেই কবেই গেছে গলনাঙ্কে
স্ফুটনাঙ্কে তা তুলোর মতো উড়ে যায়
শঙ্খচিলের ডানায় চড়ে হাওয়ায় ভাসে
লুব্ধ চোখ দুটো
মাটি ফুঁড়ে পাতালের অতলে
মগজ-মনন তাও যেন
প্রবঞ্চক আঁধারের কুঠরি ।
স্বপ্নের ঘর আজ নীল কারাগার
মোরা বন্দী রইনু হেথা !
ফিরোজ, দিলকুশা, ১২/০৩/২০১৮