একটি পুরোনো কথা, পুরোনো উপলব্ধি
পুরোনো প্রশ্নের উত্তরও অতি পুরাতন
উনি মহামান্য
বাকিরা সব চরণদাস - চরণদাসী ।
মহা-শক্তিধর পেশির কথা
চতুষ্পার্শে নফরের জমজমাট নফরালি বিচরণ
বুর্জোয়া জৌলুসের মউ মউ ঘ্রাণ
ভীষণ কঠিন হাতের দোর্দণ্ড প্রতাপ
অঙ্গুলিহেলনে আশপাশ কাঁপে থরথর
আপেক্ষিক ভারসাম্য বিচারের দাঁড়িপাল্লায় ।
উনি মহামান্য - মেঘেরা ক্ষয়ে ক্ষয়ে
আশির্বাদের বৃষ্টিতে ভেজায় মস্তক
অতুল্য আক্রোশের নির্মম নিষ্ঠুরতা
শিকার তবুও নুয়ে পড়া লতা, শির নত রয়
উঁচু হতে মানা - উনি মহামান্য
বাকিরা সব চরণদান - চরণদাসী ।
নব্য বাহুবলে উজ্জীবন
নতুন রূপে নতুন কোন অভিসন্ধি
বাধাহীন প্রসারতায় তিনিও মহামান্য
কারণ পৃথিবী মগ্ন শক্তির পূজায় ।
ফিরোজ, মগবাজার, ০৫/১০/২০১৮