পৃথিবীর প্রথম যে ফুল, ফুটেছিল বনে, সেদিনের
প্রথম সুরেলা গান, গেয়েছিল পাখি
চাঁদের প্রথম জোছনাতে, ভিজেছিল রাত আর পৃথিবীর বুক
সেদিন প্রথম, স্নিগ্ধ গন্ধ নিয়ে, ঝিরঝির বাতাসে-
দুলে উঠেছিল, কামিনীর বীথি;
ঝরে গেল, সেদিনের ফুল, নিয়তির অমোঘ বিধানে
শরাঘাতে পাখিটিও, হারালো সে গান
ঘন ঘোর অন্ধকার, অমানিশায় লুকিয়ে গেল চাঁদ
সেদিন প্রথম, সাগরের ক্রুদ্ধ ঢেউ ও গর্জনে-
বাণে ভাসে, বুকের গহীন
সেদিনেই, অনুভবে এসেছিল, প্রথম হারানোর বেদনা …!!
প্রথম যে চোখ, দেখেছিল
প্রথম পৃথিবীর স্বচ্ছ আকাশ, দেখেছিল তারকাও
সেদিনে পেয়েছিল প্রেয়সীর প্রথম আলিঙ্গন
প্রথম ভালোবাসার প্রথম পরশ
পৃথিবীর পরে এসেছিল, প্রথম সন্ধ্যা ছুঁয়ে প্রথম রাত্রি
তারপর কিছুটা বিরতি নিয়ে, হেসে উঠেছিল
প্রথম ঊষার আলো, পৃথিবীর প্রথম দিবসে
প্রথম মানব মানবীর খোশ আলাপন
প্রথম জন্মেছিল উদ্ভিদ, জন্মেছিল ভ্রূণ-
পৃথিবীর প্রথম বৃষ্টিতে;
সহসা ধূসর মেঘে ঢেকে গেল অন্তরীক্ষ
তারকাও নেই, চোখ হতে ঝরে পড়ে পৃথিবীর মাটিতে
প্রথম যন্ত্রণার অশ্রু, সেদিন প্রথম
পর্বতের অহংচূড়া হতে ধ্বসে পড়ে পাথর-বন্ধন
সেদিনেই প্রথম বুঝেছি, যাতনার কত রূপ
আর কত রূপে, অপমান ও লাঞ্ছনা …!!
ফিরোজ, মগবাজার, ০৭/০৯/২০২১