চারদিকে স্খলিত নরকের বর্জ্য
চাতুর্যের মোড়কে ভণ্ড ও ভণ্ডামির অগ্নিদাহ
কী এমন হলো !
দুরাচারে ভরে গেছে জমিন
নতুন কুঁড়িতেও জাপটে ধরেছে ছোঁয়াচে ভাইরাস
অথচ তিক্ত পিপুল লতার বুকেও
গুটি গুটি পরিপুষ্ট সাদা ফুল ফোটে
আফসোস, অনিষ্টের ত্রিভুজ ফাঁদে আটকে
ক্রমাগত অধঃপতন অন্ধকার বলয়ে ।
স্মৃতিরা চোখ মেলে তাকায়
কর্ণে বাজে শ্রুতির সুর, ভারী সুমধুর
প্রত্যাশা ছিল, প্রচেষ্টা ছিল, ছিল শান্তির অন্বেষণ
পায়ে পায়ে পৌঁছে যাবার ইচ্ছা ছিল
একগুচ্ছ স্বর্গসুখের আলয়ে … ।
ফিরোজ, মগবাজার, ২৬/০৩/২০১৯