দিন জানে -
এক সময় রাত্রি আসবে
রাত্রিও জানে -
সামনে ভোরের আগমন
যদি বলো -
জঙ্গলে আলো পৌঁছে কম
শহরের অন্দর কুঠরিতেও
সুসম আলোর স্বল্পতা
তুমি, আমি, সে, আমরা
ডুবে আছি কিছু কিছু অন্ধকারে
তোমার দৃষ্টি -
ভোরের আলোর সামনে দিয়ে চলে যায়
স্নিগ্ধ আলোর স্পর্শ-স্বাদ
কিছুটা পেলেও পেতে পার
দিন জানে -
এক সময় রাত্রি আসবে
রাত্রিও জানে -
সামনে ভোরের আগমন
ফিরোজ, দিলকুশা, ৩০/০১/২০১৯