চিন্তনে প্রবীণের ছাপ
জ্ঞানবৃদ্ধের সুস্থির অবিচলতা
দেহের ভাঁজে ভাঁজে জড়ানো জীর্ণতার ছায়া
পারবি কী …
সাহসী আলিঙ্গনে ডুবে যেতে
ঝুলে পড়া কুঁচকানো বাদামী চামড়ায়
অভিজ্ঞ অভিজ্ঞায় প্রশান্ত নিস্পৃহতা
আপনাআপনি ওঠে
মাথা-ঘাড়-দেহায়বে কম্পন
পরিপূর্ণ পক্কতায় কেবল স্থির শীতল চোখ
যেখানে ভেসে ওঠে দিগন্তের রক্তিম রেখা
পারবি কী !
পক্কতায় বৃদ্ধ হতে প্রবুদ্ধ বৃক্ষের মতো …
আয় না, চলে আয়
বসত গড়ি সাহসের ঠিকানায় ।
ফিরোজ, দিলকুশা, ০২/১১/২০২০