দিনের শুরু সকাল হতে
ক্ষেতের ফসল কাটে,
সারা দিনের আয়ের খাতায়
দু’শ টাকা জোটে ।
সাদেক চাচা দিনমজুর
আছেন ভালো বেশ,
তিন কেজি চাল কিনতে গিয়ে
একশ টাকা শেষ ।
পিয়াজ রসুন আদা মরিচ
আরো অনেক কিছু,
কিনবে কাপড় বাকি টাকায়
শীত নিয়েছে পিছু ।
কম্বল কিনতে সম্বল হারা
হলেন সাদেক চাচা,
আরো কিছু অর্থ আয়ে
দিলেন এঁটে কাছা ।
ভূমিবিহীন সাদেক চাচার
ছনের ঘরে বসত,
পরের জায়গায় ঘর গেরস্থি
চেষ্টা থাকে সতত ।
ছেলে মেয়ের লেখাপড়া
পরিজনের শখ,
আকুল অকুল সাদেক চাচা
পায় না মুখে বাক্ ।
শহর শহর সেথায় নাকি
অনেক অনেক টাকা,
পা চালালেন সাদেক চাচা
শহর সেটা ঢাকা ।
তিনচক্রযান প্যাডেল পায়ে
আছেন তিনি বেশ,
সারাদিনের পাঁচশ টাকা
গতরে তার রেশ ।
টাকা বেশি খরচ বেশি
নয়তো কিছু জমা,
দিন-আনে-দিন খেয়ে চলে
হয় না কভু থামা ।
রক্ত-পানি ঘাম ফেলেও
কেবল বাড়ে দায়,
প্রাণ-দোলানো পরিজনের
শখ মেটে না হায় ।
অনেক সাদেক চাচারা আজ
শহর-গ্রাম ঘোরে,
ছোট্ট আশা সাধ মেটে না
স্বপ্ন ভাঙার তরে ।
ফিরোজ, দিলকুশা, ০৭/০১/২০২০