আশালতা বাসা বেঁধে দিয়েছে অভয়
সাহসের দেহে তবু ধরেছে যে ক্ষয়
নিঃস্ব নিঃসঙ্গতা নিজ ঘরে বন্দি
কোনো এক অণুজীবে এঁটেছে যে ফন্দি ।
আছে তবু কেউ নেই কেউ কারো নয়
দূর হতে দেখা যায় দূর দূর রয়
স্ব-বিচ্ছেদে একা একা দিন চলে যায়
খোদার উপরে তবু থাকে ভরসায় ।
হতাশার জাল বোনা এ সময়ে নয়
মরণ খোদার হাতে কেনো তবে ভয় ?
বিধির কলমে কালি কী লেখা না জানি
কৃতজ্ঞ মননে তার সব কিছু মানি ।
মহামারী মহাভয়ে হবে না কাতর
সাহসের দেহে ভর আশাতে সবর ।
ফিরোজ, মগবাজার, ১১/০৪/২০২০