বেদখলি রঙ্গমঞ্চে ভীষণ বিভোর
চেটেপুটে খেয়েদেয়ে করে ছারখার
আশেপাশে সবখানে সাজানো দোসর
উৎসবে জয়োগানে মজেছে আসর ।
চেনা নেই জানা নেই মালিশে নজর
কথায় কথায় ভান শুধুই ওজর
দহরমে মহরমে কাতারে কাতার
বগলে বাগিয়ে নেয় হাজারে হাজার ।
কিবা মতি কিবা গতি কেবা হয় কার
কার তরে কার পরে ঘাড়ে দুরাচার
যদিও মনের মাঝে বাস হতাশার
অসহ বেদনে তবু পথ ভরসার ।
যদিও ভবের মালী ঘুমিয়ে বেঘোর
হিসাবের পাতাগুলো কাঁপে থরথর ।
ফিরোজ, মগবাজার, ১১/০২/২০২০