নিশাচর নিশি ঘোর ভরা চাঁদনি রাতেও
আলুথালু জটা কেশ ভরা নীর আঁখিতেও
হাহাকার নিদারুণ ঘোরে বলয় বাঁকেও
আষাঢ়ের বাদলের ঘন দেয়ার ডাকেও।
মহাপাপ ঠিকঠাক অসুরের কসুরেও
ঠাসা ঠাসা আশা ভাষা বলে কথা শশুরেও
মশা মাছি কষাকষি ব্যথানাশি ব্যথাতেও
জনতার আদালত ব্যথা বাড়ে কথাতেও।
ঘরদোর অনাদর ভালো তথায় বাসেও
ফুসফাস ঘুষঘাষ কান কথায় ভাসেও
তার মত্ গতিপথ তোষামোদ তোষণেও
ধর মার খাও দাও কাঁধে ভর শোষণেও।
কালো হাত শঠতার আশকারা ভাষাতেও
তাল গোল গোলমাল তবু থাকে আশাতেও
রঙ্গিলা রঙ্গ বয়ান বন্ধ কর্ণ কথাতেও
হক কথা নয় হক যথা নয় যথার্থেও।
ফিরোজ, মগবাজার, ১৪/০২/২০২১