বাতাসে পূরবী রাগ লাজে রাঙা গাল
ছায়া পড়ে তরুবরে চেয়ে আছে কাল
পাথরে খোদাই করা কথামালা গাথা
আবেশিত উষ্ণ রেশ চিনচিনে ব্যথা।
ভুলিনি ভৈরবী সুর বিবশ বিভোর
চিন্ময়ী চৈতন্যে ভোর তমসা সুদূর
দিবসের দীপ্র প্রভা চপলা তিথির
জোনাকি রজনী আভা হতো সুনিবিড়।
হৃদিপদ্মে শিহরণ, তৃষা, হৃদ-হরা
চমকিত চিহ্নরেখা, তবু নদ মরা
বিরহ উথলি প্রাণ, কালমেঘে নাদ
প্রভাতি ঘন বরষা, আননে বিষাদ।
শূন্য একাকী নিবাস একেলা ডাহুক
স্মৃতিময় কালবেলা কেবলি ভাবুক।
ফিরোজ, মগবাজার, ১৩/০৬/২০২১