ক্ষমতার বলয়ে জালিমের প্রতাপ ...
চুপ ! একদম চুপ !
একক কোন প্রশ্ন নয়, সামষ্টিকও কোন প্রশ্ন নয়
পোক্ত আসনের প্রতি নয় কোন জিজ্ঞাসা
আমি, তুমি, সে, আমরা নিশ্চুপ
স্তব্ধতায় পিনপতন নিরব চারিধার ৷
সাহসীর স্বাধীন মানস ...
হে স্বদেশ ! নিজের চোখে তাকিয়ে দেখো
চিন্তার দাসত্ব ভেঙ্গে মুক্ত করো নিজেকে
ছুড়ে ফেলো ওদের রঙিন চশমা
হে প্রজন্ম ! হাতিয়ার খোঁজ, লুকিয়ে রাখা হাতিয়ার
কিছুটা মরিচা পড়েছে, হাতিয়ারে শান তোল
গলা চেপে ধরেছে ভয়ঙ্কর শত্রু
প্রতিরোধে হাতে তোল আবার হাতিয়ার
অভ্রান্ত নিশানায় ছুড়ে মার ৷
কলমের ধারালো মোচ
লিখে চলো ক্রমাগত অপ্রতিরোধ্য
ডেকে আনো জালিমের ধ্বংসযজ্ঞ
নিরাপোষ পথে - আঘাতে আঘাতে
জাগরিত হোক কোলাহল
নিস্তব্ধতার জিঞ্জির ভেঙ্গে উত্তুঙ্গ হোক
শ্বাস নেয়া ঊর্ধ্ব-স্বর ... ৷
স্বদেশ আজ দ্বিখণ্ডিত, একপাশে দেশপ্রেমিক
অন্যপাশে বিকিয়ে দেয়া নুয়ে পড়া মাথাওয়ালা
একটি উদ্দীপনা, একটি সাহসিকতা
লড়াইয়ের ময়দান
ঊর্ধ্বে তোল জাগ্রত হাত ... !
ফিরোজ, মগবাজার, ০২/১২/২০১৮