একটি সুগন্ধ, আর একটি দুর্গন্ধ
দু’টিতেই মৃত্যুর বারতা
অজানা উৎস হতে হাওয়ায় ভেসে
নাকের ছিদ্রপথ দিয়ে ঢুকে গেল আত্মার ভিতর।

দুর্গন্ধে কিছু কিছু আত্মা ভয়ানক উন্মাদ
অসংখ্য মৃত্যুর ক্রীড়নক
লিপ্সায় জিঘাংসায়-
ভয়ঙ্কর গর্জনে কেঁপে ওঠে বন্দুকের নল
লাশ, লাশ, অগণিত লাশ!

অসংখ্য আত্মা জেগে ওঠে সুগন্ধে
ন্যায়াধিকারে বজ্রকণ্ঠ
স্লোগানে স্লোগানে লাখো-কোটি জনতার মিছিল
রক্ত টগবগ উদ্দীপ্ত সাহসী তরুণ
অভীক মন্ত্রে বুক চিতিয়ে সম্মুখে দাঁড়ায়
ঝাঁঝরা - রক্তাক্ত দুঃসাহসী বুকগুলো
রক্তের ঢেউ ওঠে রাজপথে!

একই পতাকার অন্দরে-
কেউ কেউ নৃশংস নিষ্ঠুর - কেড়ে নেয় জীবন
সাহসের বন্যায় সহস্র ছাত্র-জনতা-তরুণ
ক্রমাগত মৃত্যুর স্বাদ নেয় …
অতঃপর পুনর্বার স্বাধীন হলো পতাকার জমিন।

ফিরোজ, মগবাজার, ০৭/০৮/২০২৪