যদি পারতাম
জড়ের মতো চিন্তাহীন হতে
ভুলে যেতাম শিশুটির সকরুণ চোখের আর্তি
যে অপেক্ষমাণ পিতৃ স্নেহকাতর, এখন যার পিতা সদ্য গুমের দেশে
কঠিন পাথরখণ্ড পাঁজরকে চাপা দিলো
যদি পারতাম
প্রতিক্রিয়াহীন শুকনো বালুর স্তূপ হতে
সজীব বৃক্ষবিহীন, সবুজ তৃণবিহীন কেটে যেতো মহাকাল
কোকিলের কুহুতান
কিংবা সদ্য সন্তানহারা মায়ের শোকাতুর রোনাজারি
কঠিন পাথরটিকে একটুও আঘাত করে না
অনুভূতি মরে গেলো, নিঃসাড় জড় হলাম
স্বপ্নের অপরূপ দ্বীপ পাড়ে অনাবিল সমুদ্রের ঢেউ
দেহ ও মুখাবয়বে ফেনায়িত ঢেউয়ের ছিটা
অথবা ধু ধু মরুভূমির নিদারুণ নিঃসঙ্গতা
কোনই প্রভেদ নেই
ক্ষুধিতের কান্নাতে, কৃষ্ণের বাঁশরীর সুরে
কিংবা কাকের কর্কশ ডাকে
আর সাড়া মেলে না … !!
ফিরোজ, দিলকুশা, ২২/০৯/২০২০