সবার সম্মুখে, উন্মুক্ত রাজপথে
প্রতাপের হাতে অন্যায়ের সঞ্চালন
শক্তির উন্মত্ততায় ঝাঁপিয়ে পড়ে অবিচারের দণ্ড …
যাদের রুখে দেবার কথা ছিল-
কেউ কথা বলে না
আপন আপন পিঠ অক্ষত রেখে সটকে পড়ে
মেঘ তখন বিক্ষিপ্ত হয়ে যায়
দিশেহারা বিভ্রান্ত পথিকের মতো
এক আকাশ বেদনার মেঘ জমে জমে স্তূপ হয়।
বড়কর্তা - মহা ক্ষমতাধর
অফিসে সেদিন বিনা কারণে অগ্নিশর্মা
বিনা মেঘে বজ্রপাত, আদেশ এলো-
“ইউ আর নো লঙ্গার রিকয়ার্ড”
সবাই নিশ্চুপ, মুখ বুজে মেনে নিল-
কেউই কোন কথা বলল না
অব্যাহত খোশামোদে মগ্ন তারা মসৃণ চেয়ারের পেয়ারে
মেঘ তখন নিজেকে হারিয়ে ফেলে
তীব্র আক্রোশে, তীব্র ঘৃণায়, উচ্চণ্ড ঝড়ো হাওয়ায়
থরথর কলাপাতা কাঁপতে থাকে
তখন ঝরে পড়ে মেঘ, বৃষ্টি পড়ে ফোঁটা ফোঁটা
মানুষের প্রতি আস্থা ও বিশ্বাসে চিড় ধরে …!
অনিয়ম খতিয়ানের ভাজে ভাজে
গোলামদের পদচারনার চিহ্ন
কর্পোরেট দুনিয়ার ভোজবাজি, ভেল্কিতে
দাপুটে আদেশের হাতগুলো চিহ্নবিহীন-অদৃশ্য
তখন দুটি শব্দ মিলেমিশে এক হয়-
“ইনোসেন্ট-ভিক্টিম”
আইনের সাঁড়াসি হাতে আটকা পড়ে ইনোসেন্ট-ভিক্টিম
কোন প্রতিকার নেই, কোন বাদ-প্রতিবাদ নেই …!
আপন আপন স্বার্থ সাধনে নিমগ্ন সবাই
ভয়ঙ্কর বজ্রপাতের প্রচণ্ড শব্দ
ফেটে পড়ে মেঘ
হতাশার চাদরে ঢেকে যায় চারপাশ
কেবলই অন্ধকার, অন্ধকার আর অন্ধকার …!
নিত্য দিনের অজস্র অসঙ্গত ঘটনা
ঘিরে ধরা অন্ধকার
মেঘেরা বারবার হারিয়ে যায়, ঝরে পড়ে, বিক্ষিপ্ত হয়
স্বার্থপর নিষ্ঠুরতায় মনুষ্যত্বের মৃত্যু কি এভাবে …?
প্রতিবাদহীনতায় মানবতার এ কেমন মরণ যন্ত্রণা …!!!
ফিরোজ, মগবাজার, ১৫/০৩/২০২৪