আপন দৈহিক প্রতিবন্ধীর শিকলে বাঁধা
দশের দয়া-দাক্ষিণ্যে জীবনের গতি
ভিক্ষার থালা হাতে জনে জনে, দ্বারে দ্বারে
দিন শেষে ক্ষুন্নিবৃত্তির ইতর-রোজগার ।
স্বঘোষিত সর্দার
প্রভু হয়ে ভিক্ষাপাত্রে দখল বসায়
অধিকার কেড়ে নেয়
ইতর-উপার্জনে তার ভাগ বেশি ।
বড় বড় কর্তা, উর্দিধারী, দাঁড়িপাল্লার হাত
সবে ধন্য সর্দার-প্রভুর মুখদর্শনে
মহাশক্তিতে প্রতাপশালী সর্দার-প্রভু ।
নিবর্তনহীন অসহায়ত্ব, গর্দানে জুলুমের বোঝা
চারিদেকে আতঙ্কিত হাওয়া
উৎপীড়নেও তাই নীরব-চুপচাপ ।
দূর শালা ! তোকে সর্দার-প্রভু বলে ডাকবই না
এটাই দুর্বল তারা মিয়ার প্রতিবাদ ।
ফিরোজ, মগবাজার, ২৯/০১/২০১৯