হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা মুখ
মেঘপুঞ্জের আড়াল হতে দর্পণে আসে
আধুত অধোবদন লাজুক আধো আলো
অনুরাগের আধো বোল বাতাসে ভাসে।
হৃদয়ের আকাশে মেঘের এক ছাদ
জলের স্পর্শে সিক্ত রাঙা চিবুক হাসে
টিপ টিপ বৃষ্টিতে ভিজে যাওয়া ঘাস
হৃদয়ের জানালা দুলে ওঠে আবেশে।
ফিরোজ, মগবাজার, ১৯/০৬/২০১৯