চেয়েছিনু ধান
দিয়ে গেলে পান
রঙে মুখ লাল
পেটে ক্ষুধা কাল
রঙিলা সুরে মন নাচে না ।
যদি চাই কাজ
বলো খই ভাজ
যেই ভাজি খই
ভরা ক্ষেতে মই
অন্নবিহীন দেহ বাঁচে না ।
রুধিবে অসুর
অবিচার দূর
আশা দেয়া ভাষা
সেথা লোভ মেশা
লুব্ধক মন ভালো বাসে না ।
দেখালে স্বপন
কেড়ে নিলে ক্ষণ
মিছে গান বাজে
আশু সুখ খোঁজে
আসল সুখ কভু আসে না ।
ফিরোজ, মগবাজার, ০১/১২/২০১৮