.               (৬)
অন্তর প্রশস্ত করো মহা মহীয়ান
অধমের ডাক শোন তুমি রহমান
অলিক অসত্য হতে রেখো মোরে সাফ
দয়াময় তুমি খোদা করে দিও মাফ।

                (৭)
সঙ্কটে সবরে থাকি দৃঢ় রেখো পদ
আপন মননে দিও প্রদীপ্ত প্রভাত
উছলি জলের ধারা চোখের দুকূল
আপন দর্পণে যেন দেখি স্বীয় ভুল।

                (৮)
হে খোদা নিজেকে সঁপি, তুলি দুটি হাত
মোর লাগি সদা রেখো হেদায়ার পথ
বিশ্বাস উদিত করো প্রতি কথা কাজে
ভুল পথে পা বাড়ালে, ফিরি যেন লাজে।

                (৯)
প্রভাতে পূরবী রাগ তোমার সমীপে
কাতর যাচনা করি একা এক দ্বীপে
হে রহীম খোদা মোর ফিরায়োনা তুমি
গ্রহণ করো মোরে এ উপহার চুমি।

                (১০)
প্রেমের সরাবে বুঁদ খোদা হে তোমার
ব্যাকুল বিরহী মন অধীর অপার
চাতকের তৃষা মনে কিভাবে মিটাই?
অকূল সাগরে ভেসে নিজেকে হারাই।

ফিরোজ, মগবাজার, ০৫/০৫/২০২৪