. (১০৬)
বিশ্বের ধারক তুমি, অমর অব্যয়
কভু তন্দ্রা, নিদ্রা ছুঁয়ে দেখে না তোমায়
তোমার কুরসি ঘেরা সমগ্র জাহান
তোমার হুকুম সদা, তুমি সুমহান।
(১০৭)
তস্করের বন্ধু যেন কভুও না হই
লম্পটের সহযোগী কভুও না রই
কু-কথায় লিপ্ত যেন না হয় দু-ঠোঁট
জিভের ছলনা যেন দেয় নাকো চোট।
(১০৮)
দেহের সকল অঙ্গ রেখো প্রশমিত
মুখের লাগাম সদা হউক সংযত
তোমার নামের জপে যেন থাকি রত
হে খোদা তোমার কৃপা রেখো অবিরত।
(১০৯)
ডুবেছি পাপের জলে কেবলি আঁধার
কালিমাকে ধুয়ে ফেলো শুচিতে আবার
অবিচল প্রেমে পূর্ণ, করুণা অগাধ
হে খোদা মার্জনা করো সব অপরাধ।
(১১০)
পাপে পাপে তছনছ অধর্মের কলে
আগুনের শিখা মনে অবিরত জ্বলে
হে খোদা অন্তরে মোর আলো জ্বেলো সদা
শোধনে হৃদয় হোক তুষারের সাদা।
ফিরোজ, মগবাজার, ১৩/০৮/২০২৪