.               (১১১)
নবায়িত করো মোরে, স্বরূপে নতুন
প্রেরণা জাগিয়ে দিও বিবেকে সগুণ
আশ্রিত রেখো তোমার চরণে হে খোদা
ন্যায়ের পালকে ঢেকো অনুতাপে সদা।

                (১১২)
মর্মবিদ্ধ শূলে মোর, নিদারুণ ব্যথা
কাঁপে দেহ থরথর, ত্রাসে কাঁপে কথা
সংকট-আক্রোশে খোদা স্বস্তি দাও মোরে
পাখির ডানাতে করে নিয়ে যাও দূরে।

                (১১৩)
শোষণ-পীড়নে যারা ঘিরেছে নগর
হানাহানি, হিংসা নিয়ে মননে বেঘোর
নীতিহীন দর্পে সেথা কাটে দিবানিশি
হে খোদা সহায় থেকো, সিধা করো দ্বেষী।

                (১১৪)
মুখে মধু রেখে মনে শাণিত কৃপাণ
হে খোদা পাপের ভারে কেঁদেছে ভুবন
সকাল, সন্ধ্যা ও রাতে করি নিবেদন
টুঁটি চেপে ধরো যার অশুদ্ধ পীড়ন।

                (১১৫)
বিহ্বলতা ভয়ে যেন না হই কাতর
আমার সকল আস্থা তোমাতে সবর
কবরের নীরবতা যদি থাকে পাশে
হে খোদা দিওগো মোরে সজীবতা শ্বাসে।

ফিরোজ, মগবাজার, ১৪/০৮/২০২৪