.               (১৩১)
ক্রোধ, দয়া, সত্যে তুমি সদা অবিচল
বল দিও, দয়া করো, করো সুনির্মল
দৃঢ়পদে থাকি যেন, সদা থাকি সৎ
হে খোদা তোমার তরে করি প্রাণপাত।

                (১৩২)
তুলেছি দু-হাত খোদা তোমার দোয়ারে
অনুগ্রহে রেখো মোরে শান্তির শিয়রে
দু-হাত ন্যায়ের কাজে যেন দৃঢ় হয়
কল্যাণের পথে সদা রাখি পদদ্বয়।

                (১৩৩)
এলেম বাড়িয়ে দিও হে খোদা আমার
নিগূঢ় জ্ঞানের আলো বিলাও অপার
তোমার রাহে হে খোদা প্রাণ করি পণ
ক্ষমা করো, হিত করো, করোগো আপন।

                (১৩৪)
তুমি ক্ষুব্ধ ঊর্মিমালা নিয়মনে ঢাকো
ঘূর্ণি হাওয়াকে তুমি প্রশমনে রাখো
মহাকাশ পৃথিবীর সবকিছু যাঁর
হাত তুলি তাঁর কাছে শুধু বারেবার।

                (১৩৫)
তুমি ছিলে, তুমি আছো, রবে অনাগতে
ভূত-ভাবী-বিদ্যমান, না আছে অজ্ঞাতে
ধূলির ধরাতে দিলে মানুষের বাস
কুপিত অনলে খোদা করো না বিনাশ।

ফিরোজ, মগবাজার, ২৬/০৮/২০২৪