.               (১০১)
জ্যোতিতে পূর্ণ হে খোদা সর্ব-শক্তিমান
জগতের স্বামী তুমি সদা ন্যায়বান
আমার আমার বলে নয় কিছু যার
তোমার দানকে দেই তোমাকে আবার।

                (১০২)
কোন দান কভু তাঁর লাগে নাকো কাজে
ত্যাগের অর্ঘ্য বিলায় মানুষের মাঝে
বান্দাকে পরখ করো মনের কোঠায়
হে খোদা তোমার গুণে জড়িয়ো আমায়।

                (১০৩)
জগতে তোমার বিধি, তোমার শাসন
তোমার সৃষ্টিতে শুধু তোমার বিধান
তুমি আদি তুমি অন্ত, আরাধ্য কেবল
তোমাতে নিয়তি খোদা, তুমিই আসল।

                (১০৪)
মান্য করিনি রবের কত যে আদেশ
অনেক পাপেও তবু করোনিকো শেষ
কৃতজ্ঞ অন্তরে শুধু করি নিবেদন
দয়ার চাদরে ঢেকো তুমি রহমান।

                (১০৫)
চরাচরে যা কিছু তা তোমার অধিপে
সদা মুখাপেক্ষী সবে তোমার সমীপে
সামনে ও পিছনে যা সর্বজ্ঞাতা তুমি
হে খোদা তোমার ধ্যানে যেন থাকি আমি।

ফিরোজ, মগবাজার, ১১/০৮/২০২৪