. (১৪১)
দীনহীনে দয়া দেন ধূলি হতে তুলে
দয়াময় তিনি খোদা, জগতের মূলে
উদয় ও অস্তাচলে তাঁর নাম জপে
আকাশ ও মর্তলোক তাঁর নামে সঁপে।
(১৪২)
মুখ আছে কথা নেই, চোখে নেই আলো
কান আছে শোনে না, হাত নয় ভালো
পড়েনি চরণ দুটি জমিনের পরে
এমন অভাগা খোদা করো নাকো মোরে।
(১৪৩)
বিরহ অনলে পুড়ে ভালোবাসা জাগে
মর্মজ্বালা সেই বোঝে, জ্বলেছে যে আগে
প্রেমের পরশে খোদা নিও কাছে তুলে
রুহানি প্রশান্তি দিও, রেখো নাকো ভুলে।
(১৪৪)
মরমে জ্বলনে ব্যথা অনুভবে পায়
চোখে না দেখে সে জ্বালা, কানে না শুনায়
ইশকে ব্যাকুল প্রাণ, আশেকে খোদার
জিন্দেগি হে দয়াময় করো না বেকার।
(১৪৫)
যতো পায় ততো চায় লালসার আশা
লোভ হতে দূরে রেখো, দিও ভালোবাসা
তাকদিরে দিয়েছো যা, খুশি হই তাতে
রেখো বেঁধে প্রেমডোরে, ভক্তি ও প্রীতিতে।
ফিরোজ, মগবাজার, ৩১/০৮/২০২৪