. (১১৬)
হায়েনা-হিংস্রতা কভু যদি ধরে ঘিরে
বর্শা ও তিরের ফলা যদি বুক চিরে
হে খোদা তোমার প্রেমে যেন রই খুশি
বেদনা মাড়িয়ে যেন মনে সুখ পুষি।
(১১৭)
জাগো হে চিত্ত আমার, গাও গীত-বীন
খোদার প্রশস্তি গানে প্রভাত রঙিন
অনুরাগে বিভোরতা জমিনে-আকাশে
খোদার মহিমা গায় প্রসন্ন বাতাসে।
(১১৮)
বিচারের বাণী যদি মুখ চেপে কাঁদে
ন্যায়াভাবে অসহায় তবে পড়ে ফাঁদে
গোখরা-বিষের জ্বালা শিরায় শিরায়
খোদা যেন বিষ দাঁত আগুনে জ্বালায়।
(১১৯)
বিনা দোষে যারা ভবে কেবলি কাঁদায়
জলের ধারাতে তারা অদৃশ্যে হারায়
পাপের সাগরে তারা খায় হাবুডুবু
হে খোদা এমন পথে নিও নাকো কভু।
(১২০)
হে খোদা তোমার পথে থাকিনি অটল
গুনার বোঝাতে বুকে ধরেছে ফাটল
তোমার চরণে আনো ফিরিয়ে আবার
অকূল সাগরে কভু ফেলো নাকো আর।
ফিরোজ, মগবাজার, ১৮/০৮/২০২৪