.               (১২১)
রোদনে-কাঁদনে ডেকে তোমাকে শুনাই
পৃথিবীর সীমা হতে যদি-বা হারাই
তোমার ডানার তলে রেখো মোর মান
হে খোদা তোমাকে স্মরি, গাই গুণগান।

                (১২২)
নীরবে নিভৃতে থাকি তোমার আশায়
হে রব কেবলি তুমি ত্রাতা ও সহায়
বিচলিত কভু যেন না হই বিপদে
কর্মগুণে প্রতিদান, রেখো নিরাপদে।

                (১২৩)
উদয় ও অস্তাচলে হে খোদা মহান
শস্য-ফলে দাও ভরে সারাটি জাহান
বিপদে কাণ্ডারী তুমি, ভয় অবসান
হে রব তোমার নামে করি গুণগান।

                (১২৪)
যদিবা কণ্ঠ হে খোদা শুকিয়েও যায়
পা-দুটি গভীর পঙ্কে আটকেও যায়
অশ্রুতে নয়ন যদি নিস্তেজও হয়
তবুও তোমাতে খোদা থাকি ভরসায়।

                (১২৫)
রজনী-দিবসে করি কত কত ভুল
হে খোদা তাপিত চিত্তে শুধু বেঁধে শূল
অবিরত ক্ষয় হয় উদাসীন প্রাণ
মর্মের বেদনা হতে দাও মোরে ত্রাণ।

ফিরোজ, মগবাজার, ২০/০৮/২০২৪