.               (১৩৬)
তোমার হুকুমে গড়া আকাশের ছাদ
মর্তলোকে মানুষেরে করেছো আবাদ
রহমে রচিলে ভূমি, সাগর, পাহাড়
অন্তর হে খোদা মোর করো না অসাড়।

                (১৩৭)
সাগর পালিয়ে যায়, নদীও উজানে
পাহাড় লাফিয়ে ওঠে, পাখিরা কূজনে
খোদার সমীপে নত, মুছো সব পাপ
বিরহে কাতরে যেন না বকি প্রলাপ।

                (১৩৮)
পাহাড় চূড়াতে যবে ঝরে বারিধারা
পাথরের বুক চিরে বহে জলধারা
হে খোদা তোমার নাম বরষার সুরে
জলধির স্রোতে তুমি, থাকো বুক জুড়ে।

                (১৩৯)
খোদার করুণাধারা নিসর্গ তমালে
সায়রে তোমার নাম ঢেউ তালে তালে
ঊষার শিশির কণা পরশে কোমল
ভালোবাসায় হে খোদা রাখিও বিমল।

                (১৪০)
হে খোদা অন্তরে মোরে করো ধনবান
তোমার কৃপাতে ধন্য করো রহমান
হে খোদা উদিত করো অন্ধকারে জ্যোতি
চাই না প্রাচুর্য-ধন কোন হীরে-মতি।

ফিরোজ, মগবাজার, ২৮/০৮/২০২৪