. (৯৬)
মুখের বাণীকে করো হে খোদা মধুর
আরো ঢেলে দিও কণ্ঠে, সুধা সমুদ্দুর
মধু যেন দিতে পারি, ভুলে যারা দূরে
তোমার মহিমা গাই সুললিত সুরে।
(৯৭)
যদি ধ্বংসে নৃত্যে কাঁপে পৃথিবীর বুক
পাহাড়ের ভিত টলে, খোলে জ্বালামুখ
ফেনিল সাগর নাচে ভয়াল ভীষণ
তবুও আগলে রেখো হে খোদা মহান।
(৯৮)
ভয়ানক ঝড়ে ভাঙ্গা জাহাজের মুখ
প্রসব-বেদনা-তুরা রমণীর দুখ
আস্লে এমন কোন বেদনা বিবর
হে খোদা অটল রেখো ন্যায়ের নগর।
(৯৯)
পার্থিব সম্পদে আস্থা, মূর্খ সেই লোক
কেবল সম্পদে যেবা ভরেছে ভূলোক
জ্ঞানে-প্রজ্ঞাতে হে খোদা করিও সফল
কভুও দ্যুলোকে-মর্তে করো না বিফল।
(১০০)
কখনো করো না মোরে অহমে অবোধ
জীবন মৃত্যুর পথে দিও না বিরোধ
এ জগতে তৃপ্ত রেখো, বিনয়ে সচল
মরণ অবধি রেখো, হে খোদা বিমল।
ফিরোজ, মগবাজার, ১০/০৪/২০২৪