. (৫৬)
আত্মা হারানো শরীর, টুকরো বাসন
নীরব কবরে ধরে দেহের পচন
আগুনে যেমন গলে মোমের শরীর
অভয় দাও হে খোদা, না হই অধীর।
(৫৭)
সবুজ ঘাসের শয্যা দিয়েছো আমায়
শান্ত প্রবাহিণী মোরে পুলকে ভরায়
পুরালে সব আরজি হে রব আমার
সদা রেখো ন্যায় পথে, শুভতে সবার।
(৫৮)
দিনের তপন দিলে, তারা জ্বালো রাতে
রিজিক ছড়িয়ে দিলে অকৃপণ হাতে
সেজদা প্রণত মাথা হে খোদা আমার
দিনের দোয়ার খুলি শোকরে তোমার।
(৫৯)
মনের কুঠুরি হতে ঝেড়ে ফেলো রোগ
কপট কাহিনী যেন হয় নাকো যোগ
হে খোদা তোমার প্রেম দৃঢ় করো মনে
তোমার গৌরব-গাথা প্রতি জনে জনে।
(৬০)
হৃদয় উজাড় করি হে খোদা তোমায়
কেবলি ভরসা তুমি, কেবলি সহায়
বিব্রত করো না মোরে হিংসিত বিবরে
শিকারীর জাল ছিঁড়ে রেখো মোরে দূরে।
ফিরোজ, মগবাজার, ০১/০৭/২০২৪