.               (১১)
সহজ সরল পথে যারা গেছে চলি
তাদের সে পথে মোরে চালাও কেবলি
হে খোদা বিশুদ্ধ করো কপট কালিমা
দূর করো মনে যত গুমর গরিমা।

                (১২)
এ বান্দা ভারি পাপী, হে দয়ালু পরম
বিচার দিবসে তুমি দিও না শরম
শয়নে স্বপনে কর্মে তুমি থাকো ধ্যানে
বিপদে আপদে মোরে সদা রেখো জ্ঞানে।

                (১৩)
এ ব্যাকুল প্রাণে যত উশপিশ ছায়া
দিল হতে দূর করো, ঢেলে দিও মায়া
ধূসর ঊষর প্রাণে ভিক যাচি খোদা
অধম হীনের আর্তি, করো-নাকো জুদা।

                (১৪)
অন্তরে কি আছে মোর, সব জানো তুমি
তোমার মদদে পুষ্ট, হই যেন আমি
স্বীয় কিংবা কারো তরে, ঘাত প্রতিঘাত
হে খোদা বিরত রেখো, জুলুমের হাত।

               (১৫)
নরাধমে খোঁড়ে খাদ অপরের তরে
সে খাদে সে পড়ে মরে আপনার ভারে
হে খোদা সহায় হও, করো মোরে কৃপা
সেই অভিশাপ হতে, দিও মোরে শিফা।

ফিরোজ, মগবাজার, ০৮/০৬/২০২৪