.               (১৪৬)
প্রেমের শরাব পিয়ে মজেছে যে প্রেমে
সে জন কেবলি বোঝে, থাকে নাকো ভ্রমে
হে খোদা দয়াতে মোরে করো মনোনীত
অন্তর পবিত্র করো, নূরে আলোকিত।

                (১৪৭)
সারাক্ষণ মনে প্রেম করে থাকে ভর
প্রশান্ত অন্তরে জাগে বাঁশরীর স্বর
প্রেমের নূরের জ্যোতি ক্বলবে উদয়
খোদার বরণ মেখে প্রসন্ন হৃদয়।

                (১৪৮)
ক্ষমতার দম্ভ কিসে, সব কিছু ভ্রান্ত
জ্বলে ওঠে ক্রোধে অগ্নি, পানি করে শান্ত
কারণের ঊর্ধ্বে হেতু, খোদার বিধান
নিগূঢ় নিমিত্ত জানে খোদা যাঁরে দেন।

                (১৪৯)
আগুনে জ্বালালে রুহ দুঃখে পোড়ে ঘর
ক্ষমা নিবেদনে তবে ফিরে পাবে বর
হে খোদা কখনো যদি ঘিরে ধরে ভ্রম
অশান্ত পীড়ন হতে করো উপশম।

                (১৫০)
যে মন ইশকে জ্বলে আল্লাহর তরে
যে চোখের জলধারা তওবাতে ঝরে
সে মন সে চোখ পূত রহমে খোদার
নূরের আলোতে ভরে হৃদয়ে জোয়ার।

ফিরোজ, মগবাজার, ০১/০৯/২০২৪

সমাপ্ত